আমুদরিয়া নিউজ: নেপালে বিক্ষোভ দেখাচ্ছে যুবসমাজ। ইতিমধ্যেই গণবিক্ষোভ, প্রবল চাপের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন ওলি। ওলি সরকারে ১১ জন মন্ত্রীও ইস্তফা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “নেপাল আমাদের দেশ নয়। বিদেশ। আমি কোনওমতেই বিদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারি না। গোটা বিষয়টিতে ভারত সরকার নজর রেখেছে। আমি বলতে পারি না। তবে আমরা নেপাল ভালবাসি, ভালবাসি, শ্রীলঙ্কা, বাংলাদেশকেও।” মুখ্যমন্ত্রী বলেন, “যখন ভারত সরকার এই নিয়ে কোনও বিবৃতি দেবে, তারপরই আমি কিছু বলতে পারি। আমার শুধু আবেদন থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার রয়েছে, সবাইকে শান্তি বজায় রাখতে। কেউ যাতে কোনও সমস্যায় জড়িয়ে না পড়েন। যেহেতু এটা আমাদের ব্যাপার নয়। তারা তাদেরটা ঠিক করুক। প্রতিবেশী ভাল থাকলে, আমরাও ভাল থাকি।” মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান।
