আমুদরিয়া নিউজ: বাংলায় এসআইআর শুরুর পর দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন বিএলও। বৃহস্পতিবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না বাংলার সব মানুষ এই ফর্ম ফিলাপ করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও এই ফর্ম পূরণ করবেন না। মমতা লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।” কিছু কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে ফর্ম নিয়েছেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”