আমুদরিয়া নিউজ: সোমবার দুর্যোগ-বিপর্যস্ত নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জখম অবস্থায় তাঁরা ভর্তি রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, “খগেনের সঙ্গে কথা হয়েছে, অবস্থা স্থিতিশীল। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।” তবে একই হাসপাতালে বিধায়ক শঙ্কর ঘোষ ভর্তি থাকলেও তার সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী।
