আমুদরিয়া নিউজ: চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার তাতে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা।যতদিন না সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আসছে, ততদিন পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। এই নিয়ম কার্যকর হবে চলতি বছর ১ এপ্রিল থেকে। অর্থাৎ এপ্রিলের ১ তারিখ থেকে তাঁরা বেতন পাবেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না-হাওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। তাঁদের পাশেই দাঁড়াল রাজ্য সরকার।
