আমুদরিয়া নিউজ: স্কুলের ভিতরেই দশম শ্রেণির পড়ুয়াকে কুপিয়ে খুন করল অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, গুজরাতের আমদাবাদের খোকরা এলাকায়। জানা গিয়েছে অষ্টম ও দশম শ্রেণির ওই দুই পড়ুয়া নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। সেই সময়েই দশম শ্রেণির ছাত্রকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় অষ্টম শ্রেণির পড়ুয়া। ওই ঘটনার পর জখম ছাত্রকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় মানুষজন। অভিযোগ, উত্তপ্ত জনতার মারধরের শিকার হন স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাকর্মীরা। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত ছাত্রকে হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।