আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার রাতে রাবণ দহনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) এবং বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলি সংঘর্ষে জড়িয়ে পড়ল। জানা গিয়েছে, জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করা হয়েছিল। সেই কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নিয়েছিল এবিভিপি। সেখানে হামলা চালায় বাম সংগঠনগুলি। দশেরার মিছিলে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এবিভিপির তরফে জানানো হয়েছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলিই পাথর ছুড়েছে। তাতে আহত হয়েছেন বহু পড়ুয়া। ঘটনায় এবিভিপি-র বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলেছে বাম সংগঠনগুলি।
