আমুদরিয়া নিউজ: রয়েছে চারতলা বাড়ি। মাসিক বেতনও এক লক্ষ টাকার বেশি। তা সত্ত্বেও দিনের পর দিন গাড়িতেই রাত কাটান এক চিনা তরুণ। দক্ষিণ চিনের গুয়াংডঙের ইয়াংজিয়াঙের বাসিন্দা ৪১ বছর বয়সি ঝাং ইউনলাই পেশায় প্রোগ্রামার। জানা গিয়েছে চার বছর আগে একটি বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন তিনি। এক বার কোনও একটি কারণে তাঁকে গাড়িতেই রাত কাটাতে হয়েছিল।
সেই সময় তাঁর মাথায় আসে গাড়িতে একটি গদি পেতে আরামদায়ক ঘুমের ব্যবস্থা করা যেতে পারে। সেই থেকেই গত চার বছর ধরে তিনি গাড়িতেই ঘুমোন বলে জানা গিয়েছে। জ্যাং জানিয়েছেন যে এই গাড়িতে থাকার ফলে তাঁর দৈনিক খরচ কমে এসেছে ১০০ ইউয়ানে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২০০ টাকায়। পার্কিংয়ের খরচ সামান্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ সামান্য। এই জীবনযাপনের কারণে তিনি চার বছরে ১১.৬ লক্ষ টাকা বাঁচিয়েছেন খরচ। শুধুমাত্র সাশ্রয় নয়, বরং ভাল লাগে বলেই তিনি এই ধরনের জীবনযাপন করে আসছেন দীর্ঘ কয়েক বছর। তাঁর কথায় তাঁকে যদি কেউ বিনা ভাড়াতেও কোনও ফ্ল্যাটে থাকতে বলে তিনি রাজি হবেন না কারণ গাড়ির ভিতরে জীবন কাটানোতে অনেক বেশি স্বাধীনতা রয়েছে।