আমুদরিয়া নিউজ: বিশ্বের প্রথম দেশ হিসাবে ১০জি নেটওয়ার্ক চালু করল চিন। সে দেশের তথ্যপ্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করেছে। চিনের হুবেই প্রদেশের সুনানে চালু হয়েছে ১০ জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক। চিন–ই বিশ্বের প্রথম দেশ যারা ১০জি ব্রডব্যান্ড চালু করেছে। ১০জি বলতে এখানে ১০ গিগাবিটকে বোঝানো হয়েছে। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য আদানপ্রদান সম্ভব এই প্রযুক্তিতে। যুগান্তকারী এই নেটওয়ার্কের গতি ৯,৮০০ এমবিপিএস। উচ্চ গতির ইন্টারনেট পরিষেবাটি উন্নত ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে চলবে বলে জানা গিয়েছে। নেটওয়ার্কের মাধ্যমে দুর্দান্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। 1 Gbps কানেকশনে একটি ২০ জিবির সিনেমা ডাউনলোড করতে সময় লাগে সাধারণভাবে 7 থেকে 10 মিনিট। এই নতুন 10G ব্রডব্যান্ড নেটওয়ার্কটির মাধ্যমে একই সাইজের সিনেমা 20 সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা সম্ভব বলে দাবি করা হয়েছে।
