আমুদরিয়া নিউজ: তিন বছর পর ভারতের পড়শি শ্রীলঙ্কাকে এক দফায় ৪ হাজার কোটি টাকা ঋণ দিল চিন। ওই দেশে পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই ঋণ দেওয়া হচ্ছে, দাবি বেজিঙের। বছর তিনেক আগেই প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল ভারতের দক্ষিণের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তখন থেকে শ্রীলঙ্কাকে অর্থসাহায্য করা বন্ধ করে দেয় চিন। তিন বছর পর ফের ঋণ মিলল। শ্রীলঙ্কার জন্য সম্প্রতি ৪.৩ হাজার কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ মঞ্জুর করেছে বেজিং। সেই টাকায় দীর্ঘ দিন ধরে আটকে থাকা হাইওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে। বুধবার সেই প্রকল্পের কাজ পুনরায় শুরুর অনুষ্ঠান থেকে চিনের ব্যাঙ্ককে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। প্রসঙ্গত, অর্থনৈতিক মন্দার মুখে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) ২৯০ কোটি ডলার অর্থসাহায্য করেছে শ্রীলঙ্কাকে।
