আমুদরিয়া নিউজ: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত ছয় বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে মালদার ইংরেজবাজারের থানার ডগপুকুর এলাকার ঘটনা ঘিরে আতঙ্ক। বোমা ফাটার আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বান্টি কুমার মাহাতো নামে ওই শিশু। চিকিৎসাকেন্দ্রের চত্বরে বোমা কোত্থেকে এলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
			 
					 
		 
		 
		 
		