আমুদরিয়া নিউজ : জলপাইগুড়ির মালবাজারে আবারও এসআইআর প্রক্রিয়ার চাপকে ঘিরে এক বিএলও–র মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতার নাম শান্তি মুনি ওরাঁও। পরিবার জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই তিনি অতিরিক্ত কাজের চাপে ভুগছিলেন। ভোর থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছিল তাঁকে। এমনকি কিছুদিন আগে অবসরের জন্য আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। পরিবার দাবি করেছে, বাংলা ভাষা না জানার কারণে কাজ বোঝা আরও কঠিন হয়ে পড়েছিল তাঁর জন্য। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তাই এই মৃত্যুর মূল কারণ। ঘটনায় এসআইআর প্রক্রিয়ার কার্যপদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তাঁর এই অকালমৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দোষ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশনের পরিকল্পনাহীন কাজের জন্যই বারবার এমন মৃত্যু ঘটছে। তিনি কমিশনকে এসআইআর-এর কাজ বন্ধ রাখারও অনুরোধ করেছেন। আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক আশ্বাস দিয়েছেন ‘‘মৃতার পরিবারটির পাশে রাজ্য সরকার থাকবে।’’