আমুদরিয়া নিউজ: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে আলিপুর সিবিআই কোর্টে চার্জ গঠন হল। চার্জশিটে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ছাড়াও নাম রয়েছে আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। তাঁরা সকলেই এখন জেলবন্দি। আগামী ২২ জুলাই থেকে মামলার বিচারপর্ব শুরু হবে বলে আদালত জানিয়েছে। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পরই প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অভিযোগ করেন বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আর জি করে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। এরপরই হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। গ্রেপ্তার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজন। এই মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল সিবিআই। সোমবার হল চার্জগঠন।
