আমুদরিয়া নিউজ: শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্লক লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। এদিন কলকাতার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএলও হিসেবে কাজ করার জন্য মূলত স্কুল শিক্ষকদেরই বেছেছে নির্বাচন কমিশন৷ বিএলও-দের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলের শিক্ষকতার কাজ শেষ করার পর বাড়ি ফিরে বিএলও হিসেবে তাঁদের দায়িত্ব পালন করবেন৷ নচেৎ তাঁদের স্কুল রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানো হবে। তাতেই ঘোরতর আপত্তি শিক্ষকদের। তাঁদের স্পষ্ট দাবি, অনুপস্থিত নয়, বিএলও-র কাজে যোগ দিলে তাঁদের ‘অন ডিউটি’ হিসেবেই চিহ্নিত করতে হবে। আরও দাবি, ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলও-দের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দিয়েও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলও-দের একটা বড় অংশ। যদিও কমিশনের বক্তব্য, স্কুলে পড়ানোর পাশাপাশি এসআইআরের কাজও চালিয়ে নিয়ে যেতে হবে শিক্ষকদের। এটাই নিয়ম। বিহারে এ ভাবে কাজ হলে এখানে কেন হবে না, সেই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের তরফে।