আমুদরিয়া নিউজ : বিসিসিআইয়ের সদর দফতরে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল ঘোষণা হল শনিবার দুপুরে। সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকার। ভারতীয় দল এর, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল। ইংল্যান্ড সিরিজেও এই দলই খেলবে।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে চোটের জন্য বুমরা কিছুটা অনিশ্চিত। তাঁর জায়গায় ইংল্যান্ড সিরিজের দলে ব্যাক আপ হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ।
দলে উইকেট কিপার হিসেবে প্রথম পছন্দ ঋষভ পন্থ। লোকেশ রাহুলও প্রয়োজনে উইকেট কিপিং করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।