আমুদরিয়া নিউজ : রানিনগরের সীমান্তঘেঁষা চর দুর্গাপুরে আজ মঙ্গলবার থেকে শুরু হল শতাব্দীপ্রাচীন বারকালী পুজো, যা স্থানীয়দের কাছে মানতকালীর পুজো নামে পরিচিত। অগ্রহায়ণ মাসের নির্দিষ্ট মঙ্গলবারে অনুষ্ঠিত এই বিশেষ পুজো ঘিরে পুরো গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর। এ বছর ৪২টি মানতের কালী প্রতিমার পুজো এবং প্রায় ছ’শো ছাগ বলির প্রস্তুতি নেওয়া হয়েছে। চর দুর্গাপুরে আয়োজিত মেলা, আলো, বিশেষ যন্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের আকর্ষণ করছে।
এই পুজোর শেকড় পূর্ব পাকিস্তানের টলটলি গ্রামের সঙ্গে যুক্ত। দেশভাগের আগে সেখানকার হিন্দুরা পুজো শুরু করেন এবং স্বাধীনতার পরে ভারতে এসে চর দুর্গাপুরে পুনরায় এর প্রচলন করেন। ছোট কাঠামোর প্রতিমা দিয়ে শুরু হলেও স্থানীয় মানুষের চাঁদায় এখন ২৫ ফুট উঁচু প্রতিমার আরাধনা হয়।
এবার অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার বিসর্জন নতুন মাসে পড়ে যাওয়ায় পুজোর তারিখ এগিয়ে আনা হয়েছে।
চারদিন ধরে চলা এই উৎসব ধর্মীয় ভক্তি, স্থানীয় ঐতিহ্য ও সামাজিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে আজও সমান জনপ্রিয়।