আমুদরিয়া নিউজ: লাদাখের অশান্তির জন্য জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককেই দায়ী করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সোনমের উস্কানিমূলক বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একদল জনতা অনশনস্থল ত্যাগ করে হিংসাত্মক আন্দোলনে যোগ দেন। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের পাশাপাশি লেহ-এর সরকারি দপ্তরেও হামলা চালানো হয়েছে। এটা স্পষ্ট যে, সোনমের উস্কানিমূলক মন্তব্যের কারণেই জনতা প্রভাবিত হয়েছেন।’ লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য কয়েক বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম নেতা সোনম ওয়াংচুক। তিনি চান, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। কেন্দ্রশাসিত লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়লে চার জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৭০।
