আমুদরিয়া নিউজ : আরাবল্লি পর্বত নিয়ে প্রতিবাদের মুখে পরে প্রাচীন এই পর্বত রক্ষায় কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত সম্পূর্ণ আরাবল্লি অঞ্চলে নতুন কোনও খনন লিজ প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সব রাজ্যের ক্ষেত্রে কার্যকর হবে। পাশাপাশি, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন (ICFRE)-কে আরও এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে খনন নিষিদ্ধ করা হবে। যেসব খনি ইতিমধ্যেই চালু রয়েছে, সেগুলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কঠোর পরিবেশগত নিয়ম মানার নির্দেশ দিয়েছে কেন্দ্র।