আমুদরিয়া নিউজ : ইন্ডিগোর বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় দেশজুড়ে বিমান যাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অনেক যাত্রী শেষ মুহূর্তে টিকিট না পেয়ে বা টিকিটের অস্বাভাবিক দাম দেখে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক স্পষ্ট নির্দেশ জারি করেছে— কোনও এয়ারলাইন সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াতে পারবে না। নির্ধারিত ভাড়ার সীমার বাইরে গিয়ে অতিরিক্ত টাকা নিলে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। যাত্রীদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। বিশেষত চিকিৎসা, শিক্ষা বা জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষের যাতে অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশিকায় কড়া নজরদারির কথাও উল্লেখ করা হয়েছে।