আমুদরিয়া নিউজ: আপাতত ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হল পাকিস্তান-আফগানিস্তান। বুধবার পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার পাক সময় সন্ধে ৬টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। ইসলামাবাদের দাবি, প্রাণহানি রুখে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সংঘর্ষবিরতি। কাবুলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। বুধবার সকালেও তালিবান বাহিনী সীমান্ত এলাকার পাক সেনাঘাঁটিতে হামলা চালায়। উত্তর দিয়েছে পাক সেনাও। তাতে অন্তত ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
