আমুদরিয়া নিউজ: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) র দ্বাদশ শ্রেণীর ফলাফল। এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছর ছিল ৮৭.৯৮ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে .৪১ শতাংশ। মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। এবার রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। এ ছাড়াও ফল দেখা যাবে ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে। প্রসঙ্গত, এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। যা শেষ হয় ৪ এপ্রিল। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড।
