আমুদরিয়া নিউজ: অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমেরারি পদেও টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। মঙ্গলবার হাই কোর্টে দাবি করল সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, ওই পদগুলিতে নিয়োগর জন্য টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। আদালতের অনুমতি পেলে তারা এই বিষয়ে তদন্ত শুরু করবে। সিবিআইয়ের কাছে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান কোন বিষয়ে, কতগুলি পদে নিয়োগ হয়েছে? তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, এখনই ওই বিষয়ে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, ওই বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে। রাজ্য সরকার এফআইআর দায়েরের অনুমতি দেয়নি। তাই আদালতের অনুমতি পেলে তাঁরা এই তদন্ত শুরু করবে। আগামী ৪ জুলাই ফের এই মামলার শুনানি। উল্লেখ্য, শিক্ষক–শিক্ষাকর্মী পদে ২০১৬–র নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রকাশ্যে আসার পরে আচমকাই স্কুলের চাকরিতে কিছু বাড়তি পদ অর্থাৎ সুপার নিউমেরারি পোস্ট তৈরির সরকারি সিদ্ধান্ত হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রায় ৬ হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এসএসসিতে নিয়োগ করা হয়েছিল।
