আমুদরিয়া নিউজ: হাসপাতালে রাউন্ডে এসে অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ৩৯ বছরের হৃদরোগ বিশেষজ্ঞের। বুধবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের সরকারি হাসপাতালে। মৃত ওই হৃদ্রোগ বিশেষজ্ঞের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জেন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বুধবার ওয়ার্ডে ওই চিকিৎসক ‘রাউন্ডে’ বেরিয়েছিলেন। রোগীদের পরীক্ষা করছিলেন। হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। সহকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও তারা তাঁকে বাঁচাতে পারেননি কোনওভাবেই। ১০০ শতাংশ প্রধান ধমনী ব্লক হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া চেন্নাইয়ের চিকিৎসক মহলে।