আমুদরিয়া নিউজ : কানাডা সম্প্রতি তাদের ভিসা নীতিতে কড়াকড়ি করার ফলে ভারতীয় শিক্ষার্থীদের স্টাডি পারমিট বা ছাত্রভিসা অনুমোদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের প্রথম তিন মাসে ভারতীয় ছাত্রদের স্টাডি পারমিট প্রায় ৩১ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর যেখানে ৪৪ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী অনুমোদন পেয়েছিলেন, এবার সেই সংখ্যা কমে প্রায় ৩১ হাজারে নেমে এসেছে। কানাডা সরকার জানিয়েছে, বাড়তি আর্থিক যোগ্যতার শর্ত, কঠোর যাচাই প্রক্রিয়া এবং শিক্ষার্থী প্রবাহ নিয়ন্ত্রণের নীতিই এই সিদ্ধান্তের মূল কারণ। এর ফলে অনেক ভারতীয় শিক্ষার্থী কানাডার পরিবর্তে এখন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলিতে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারত ও কানাডার শিক্ষাবাণিজ্যে প্রভাব ফেলতে পারে।