আমুদরিয়া নিউজ: গোটা দেশজুড়ে একই সময়ে কেন বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ শুরু হল? এটা কি পূর্বপরিকল্পিত? কেন জুন মাসকেই বেছে নেওয়া হল, প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে আটকে রাখা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এ নিয়ে যখন তোলপাড় চলছে বাংলায় ঠিক সময়েই ক’দিন আগে দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটক করা নিয়ে দু’টি পরিবার মামলা করে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের উদ্দেশে বলে, “দেশের নানা প্রান্তে হঠাৎ বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হল কেন? এর পিছনে কি কোনও বিশেষ কারণ আছে? একই সময়ে সব রাজ্যে তল্লাশি হলে তার পিছনে তো পরিকল্পনা থাকে। সেটাই জানতে চাই।” আদালত আরও মন্তব্য করেছে, “অভিযোগ উঠছে, বাংলায় কথা বললেই অনেককে আটক করা হচ্ছে। এটা হলে কিন্তু ভুল বার্তা যাবে।” এই মামলায় ২৮ জুলাইয়ের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ অগস্ট।
