আমুদরিয়া নিউজ: আরজি করের জুনিয়র ডাক্তারদের বদলি মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদার – এই তিনজন চিকিৎসকের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বুধবার সাফ জানিয়ে দিল, মামলার শুনানি স্যাটে (SAT) নয়, চলবে হাইকোর্টেই। আরজি কর আন্দোলনের তিন মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদারকে হঠাৎই বদলি করে দেওয়া হয়। এই বদলি নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অনিকেতদের বক্তব্য ছিল, এমডি, এমএস প্রশিক্ষণের মধ্যে থাকা অবস্থাতেই তাঁদের রাজ্য সরকারের তরফে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁরা কোনও নিয়মিত চাকরির আওতায় নন, বরং চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাঁদের ক্ষেত্রে বদলির প্রশ্নই ওঠে না। পাল্টা রাজ্যের বক্তব্য, যেহেতু এই চিকিৎসকদের বেতন রাজ্য সরকার দেয়, তাই এই বিষয়টি স্যাটে (সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) শুনানি হওয়া উচিত। তবে সেই যুক্তি মানতে চায়নি হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই মামলাগুলি কলকাতা হাইকোর্টেই চলবে এবং যাবতীয় শুনানি এই বেঞ্চেই হবে। বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের পদক্ষেপ গ্রহণের আগে রাজ্যের আরও ভাবনাচিন্তা করা উচিত। এতে আদালতের মূল্যবান সময় বাঁচে। একই সঙ্গে আদালতের আরও নির্দেশ, মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অনিকেত মাহাতো বা অন্য কোনও চিকিৎসকের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
