আমুদরিয়া নিউজ: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত আরোপ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল ৮টার আগে। সকাল ৯টার মধ্যে ওই মিছিল যেখানে থাকবে, সেখানেই রাশ টানতে হবে। সকাল ৯ টা থেকে সকাল ১১ পর্যন্ত যাতে কোনও যানজট না তৈরি হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত হাইকোর্টের কাছে, মধ্য কলকাতার ৫ কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়, তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। সকাল ১১টার পর ফের মিছিল বের হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলেন, রাস্তা বন্ধ করে কর্মসূচি কত দিন সহ্য করতে হবে?
