আমুদরিয়া নিউজ: ছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়নের রুম খোলা যাবে না। গত কয়েক বছরে রাজ্যের প্রায় কোনও কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বছর কয়েক আগে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন,কোনও নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন চলছে কলেজগুলোতে, যা বেআইনি। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট কলেজ এবং স্কুলের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয়। এই মর্মে উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে বলে। পাশাপাশি বিচারপতির প্রশ্ন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে রাজ্য তা আগামী ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে।
