আমুদরিয়া নিউজ: আগামী ১৫ দিনের মধ্যে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। প্রসঙ্গত, ঘোষণা করেও হাইকোর্টের নির্দেশে জয়েন্ট পরীক্ষার ফলপ্রকাশ করতে পারল না বোর্ড। বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়েছেন, মেধাতালিকা ওবিসি এ ও ওবিসি বি অনুযায়ী যেভাবে তৈরি হয়েছে, সেটা অনুযায়ী ফল প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে। অর্থাৎ, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গেছে। এখনও তার ফল বেরোয়নি। অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।
