আমুদরিয়া নিউজ: রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করা যাবে না। জানিয়ে দিল হাইকোর্ট। লিখিত পরীক্ষার ফলপ্রকাশে আপত্তি জানাল উচ্চ আদালত। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ বৃহস্পতিবার সাফ জানান, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনেই। মূলত ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী রাজ্য সরকার ফলপ্রকাশ করাতে চাইছে। সেখানেই আপত্তি রয়েছে বিচারপতির। বিচারপতির পর্যবেক্ষণ, পুরনো যে মামলা ছিল, সেখানে এই নতুন ক্যাটাগরি কীভাবে হতে পারে? আদালতের নির্দেশ, পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণই দিতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালে মামলা হওয়ার আগে ৭ শতাংশই সংরক্ষণ ছিল। কিন্তু এখন রাজ্য সরকার সেটা ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চাইছে। তাতেই আপত্তি রয়েছে বিচারপতির। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গেছে। এখনও তার ফল বেরোয়নি। অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রায় তিল লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।
