আমুদরিয়া নিউজ: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে পড়ল যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার সকালের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। নিখোঁজ অন্তত ১০ জন। দুর্ঘটনার পর থেকে ১০ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। রূদ্রপ্রয়াগের ঘোলতির এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে ১৮ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে যাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত সাত জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকিদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।