আমুদরিয়া নিউজ : কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে বিক্ষোভের জেরে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন। তাঁর দেশের অর্থনৈতিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ হচ্ছে সারা দেশে। এটা বিরোধীরা পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। তা নিয়ে ভোটাভুটি হওয়ার কয়েক মিনিট আগেই টিভিতে ভাষণ দিয়ে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন।