আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে এবং ইউরোজোনের ২১তম সদস্যে পরিণত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ১৯ বছর পর এই পরিবর্তন কার্যকর হলো। জানুয়ারি মাসের শেষ পর্যন্ত বুলগেরিয়ার পুরোনো মুদ্রা লেভ (Lev) ইউরোর পাশাপাশি বৈধ লেনদেনের মাধ্যম হিসেবে চালু থাকবে। তবে ১ ফেব্রুয়ারি থেকে ইউরোই হবে দেশের একমাত্র সরকারি মুদ্রা। ২০২৬ সালের ৮ আগস্ট পর্যন্ত সব পণ্যের দাম ইউরো ও লেভ—দুই মুদ্রায় প্রদর্শন করা হবে। জানুয়ারি মাস জুড়ে নগদ লেনদেনে দুই মুদ্রাই ব্যবহার করা যাবে। এই সিদ্ধান্ত বুলগেরিয়ার অর্থনৈতিক দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।