আমুদরিয়া নিউজ : গলফ গ্রিনে মহিলা খুনের সুরাহা হয়েছে বলে দাবি করল পুলিশ। পুলিশ জানায়, খুনি হল মহিলার ভাইপো। পিসির কাছে টাকা চেয়েছিল ভাইপো। তা দিতে রাজি হননি পিসি। এর পরে তা নিয়ে দুজনের ঝগড়া হয়। তার জেরেই রান্নাঘর থেকে ছুরি দিয়ে পিসির গলা কেটে খুন করে সে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়।