আমুদরিয়া নিউজ: কেরলে ক্রমেই বাড়ছে ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবার সংক্রমণ। ইতিমধ্যেই ৬১ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। এই অবস্থায় সে রাজ্যের স্বাস্থ্য দফতর উচ্চ সতর্কতা জারি করেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রাজ্য একটি গুরুতর জনস্বাস্থ্য সঙ্কটের সঙ্গে লড়াই করছে। আগে এই রোগটি কোঝিকোড় ও মালাপ্পুরম জেলার কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এর সংক্রমণ দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে তিন মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছেন। মূলত জল থেকেই এই সংক্রমণ ছড়ায়। মাথা ব্যথা, জ্বর, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায়, মেনিনজাইটিসের মতোই।
