আমুদরিয়া নিউজ: পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় ওড়ানোর হুমকি দেওয়ায় গ্রেফতার এক সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবার তাঁকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শুভম দুবে। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই হুমকি দিয়ে পর পর কয়েকটি ইমেল পাঠানো হয় স্বর্ণমন্দির কর্তৃপক্ষকে। সেখানে বলা হয় বোমায় উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দির। এরপরেই অপরাধীর হদিশ পেতে পুলিশের সাইবার বিশেষজ্ঞ ও গোয়েন্দারা তদন্তে নামেন। অবশেষে শুক্রবার গ্রেপ্তার করা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুভমকে। তাঁর কাছ থেকে নানা রকম ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে। শুভমের ল্যাপটপ, ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।
