আমুদরিয়া নিউজ : বিমানে বোমা আছে, এ হেন হুমকির মুখে মুম্বই-নিউইয়র্ক উড়ান তড়িঘড়ি অবতরণ করানো হল দিল্লিরর বিমানবন্দরে। সোমবার ভোরের ঘটনা। রাত ২টো নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বই থেকে রওনা হয়।
কিছুক্ষণের মধ্যে পুলিশ ও গোয়েন্দারা জানতে পারেন, এক্স হ্যান্ডেলে ওই বিমানে বোমা থাকতে পারে বলে একটি পোস্ট দেখা গিয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে দিল্লিতে নামানো হয়। সেটি পরীক্ষা করা হচ্ছে। যাত্রীরা নিরাপদেই আছেন বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন।