আমুদরিয়া নিউজ: পদপিষ্টের ঘটনার পরই বিজয়ের চেন্নাইয়ের বাসভবন বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। চেন্নাই পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। সেই বার্তা পেতেই বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াগ অভিনেতার চেন্নাইয়ের বাসভবনে তল্লাশি চালায়। তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়ের তামিলনাড়ুর সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। ১০০ জনেরও বেশি সমর্থক আহত হয়েছেন। এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। মৃতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে তিনি নিজে।
