আমুদরিয়া নিউজ: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। শুক্রবার সকালে দিল্লি হাই কোর্ট কর্তৃপক্ষ একটি হুমকি ইমেল পান। ওই ইমেলে দাবি করা হয়, হাই কোর্টের বিচারপতির চেম্বারে বিস্ফোরণ ঘটানো হবে। তবে এই বিস্ফোরণ শুধুমাত্র ‘ট্রেলর’, কিছু দিনের মধ্যেই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের পুত্র ইনবানিধির উপর অ্যাসিড হামলা করা হবে। হুমকি বার্তা পাওয়ার পরেই বন্ধ করে দেওয়ার দিল্লি হাই কোর্টের সব বেঞ্চের শুনানি। খালি করে দেওয়া হাই কোর্ট চত্বর। পুলিশ এবং বম্ব স্কোয়াড পৌঁছোয় হাই কোর্টে। আদালত চত্বর এবং আদালতের ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে তারা। যদিও সন্দেহজনক কিছুই পায়নি পুলিশ।
