আমুদরিয়া নিউজ : আবার বোমাতঙ্ক এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার দিল্লি শিকাগো উড়ানে। মঙ্গলবার বোমা আচে খবর চাউর হতেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। এর আগে রবিবার মুম্বই থেকে এয়ৈার ইন্ডিয়ার একটি বিমানে বোমা আছে বলে চাউর হওয়ায় জরুরি অবতরণ করানো হয় দিল্লিতে।
 
			 
					 
		 
		 
		 
		