আমুদরিয়া নিউজ: পাকিস্তান ও বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেব উল্লেখ করে বসলেন সলমন খান। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সলমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। সেই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সলমন বলেছিলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি, তামিল, তেলুগু, মালয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।” সলমনের এই মন্তব্য ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। সত্যি জেনেবুঝে একথা বললেন সলমন নাকি ভুল করে, এই প্রশ্নই এখন ঘুরছে নেটদুনিয়ায়।