আমুদরিয়া নিউজ: পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। শুক্রবার রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের বক্স খাটের ভিতর থেকে পাওয়া গিয়েছে দেহটি। জানা গিয়েছে, বুধবার (২২ অক্টোবর) সকালে সাড়ে এগারোটা নাগাদ দুই যুবক হোটেলে ঘর ভাড়া নেন। ওইদিন সন্ধেয় এক যুবক বেরিয়ে যান। তারপর একদিন পেরিয়ে গেলেও যুবককে দেখা যায়নি। ঘটনাটি প্রথমে নজরে আসে হোটেলের কর্মীদের। বারবার ডাকা সত্ত্বেও কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। এরপর পুলিশের সাহায্যে দরজা ভেঙে বক্স খাটের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।