আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হন। হামলায় সালেম পরিবারের অন্তত ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, কারও খোঁজ মিলছে না।