আমুদরিয়া নিউজ: জ্বরে কাবু বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকালে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ওষুধ খেয়েও তা কমেনি। অসুস্থ শরীর নিয়েই দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সোমবার সকালে অসুস্থতা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলে খবর।
