আমুদরিয়া নিউজ: অবশেষে রাজ্য সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার ৩ জুলাই হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। বিজ্ঞপ্তিতে বিজেপি জানিয়েছে, বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সে দিনই তা ‘স্ক্রুটিনি’ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা-ও সেই দিনই করে নিতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করে দেবে বিজেপি। এর পরে বৃহস্পতিবার নির্বাচনের পরে সে দিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় ২৯৪ জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে এক জন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে সেপ্টেম্বর মাসে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত রাজ্য বিজেপির সভাপতি হন। সেই থেকে সুকান্তই বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
