আমুদরিয়া নিউজ: মহিলা পুলিশকর্মীরা অন ডিউটিতে গয়না পরতে পারবেন না। করা যাবে না মেকআপও। সম্প্রতি এমনই এক নির্দেশিকা জারি করেছে বিহার পুলিশ। তাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার সকল মহিলা পুলিশকর্মীকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। ডিউটি চলাকালীন তাঁরা কানের দুল, চুড়ি, নেকলেস, নাকছাবি-সহ কোনও গয়নাই পরতে পারবেন না। এমনকী, মেকআপও করা যাবে না। নির্দেশ না মানলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কারণ হিসাবে জানানো হয়েছে, বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অনডিউটি থাকার সময় একাধিক পুলিশকর্মীদের রিলস বানাতে দেখা গিয়েছে। এই ঘটনা পুলিশের শৃঙ্খলা নষ্ট করছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত।
