আমুদরিয়া নিউজ: ভোট মুখী বিহারে ফের মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিহারে সাংবাদিকদের পেনশন বাড়ালেন তিনি। শনিবার সকালে এক্স পোস্টে নীতীশ জানিয়েছেন, আগামী মাস থেকে সাংবাদিকেরা মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন। এখন তাঁরা পান ছয় হাজার টাকা। প্রয়াত সাংবাদিকদের স্বামী/স্ত্রী/অবিবাহিত বেরোজগার সন্তানদেরও সুখবর দিয়েছেন নীতীশ। তাঁরা মাসে ১০ হাজার টাকা ফ্যামিলি পেনশন পাবেন। এখন পাওয়া যায় তিন হাজার টাকা। কয়েক বছর আগে নীতীশ কুমারই সাংবাদিক পেনশন চালু করেন। আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে নানাভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করা হয়েছে। সব গ্রাহককে একশো ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এছাড়াও বেশ কয়েকটি সামাজিক উন্নয়ন প্রকল্পে খয়রাতি বাড়ানো হয়েছে।
