আমুদরিয়া নিউজ: ভোটমুখী বিহারে বিধবা এবং বয়স্কদের ভাতা একধাক্কায় প্রায় তিনগুণ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সকালে ভাতা বৃদ্ধির কথা সমাজমাধ্যমে ঘোষণা করেছেন তিনি। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। এ বার তা বাড়িয়ে করা হল ১১০০ টাকা। অর্থাৎ, এক বারে ভাতা বাড়িয়ে দেওয়া হল ৭০০ টাকা করে। নীতীশ জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যাতে সকল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকে যায়, তা নিশ্চিত করবে সরকার। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ বিহারে ভোট। তার আগে নীতীশের এই সিদ্ধান্ত শাসকদল জেডিইউ-কে ভোটে বাড়তি সুবিধা পাইয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।
