আমুদরিয়া নিউজ : পাকিস্তানকে টেস্টে ধবলধোলাইয়ের পরে বাংলাদেশের অধিনায়ক নাজিমুল হাসান শান্ত ভারতকেও ভারতের মাটিতে হারাবেন বলে হুঙ্কার দিয়েছিলেন। কিন্তু দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছে। এবার টি-২০ ম্যাচ শুরু হচ্ছে ভারতের সঙ্গে। আগামীকাল, রবিবার।
তার আগে শান্ত সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, যে ভাল খেলবে সেই জিতবে, বড় দল, ছোট দল বলে কিছু হয় না। তিনি এটাও দাবি করেন, টি-২৯ বিশ্বকাপে তাঁরা প্রায় সেমিফাইনালের কাছে পৌঁছে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটারদের প্রতিক্রিয়া জানা যাবে আগামীকাল, মাঠে।