আমুদরিয়া নিউজ: আইপিএল জয় উদযাপন করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪৭ জন। এই ঘটনায় আরসিবিকে দায়ী করল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট) । ট্রাইবুনাল তাদের প্রাথমিক রিপোর্টে বলেছে, “প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতের পুরো দায় আরসিবি-র। তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। হঠাৎ করে সমাজমাধ্যমে এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তার ফলে এত ভিড় হয়েছিল।” যেভাবে শেষ মুহূর্তে আরসিবি সেলিব্রেশনের ডাক দিয়েছিল, তা চূড়ান্ত ‘অব্যবস্থা’ তৈরি করেছিল বলে মত ট্রাইব্যুনালের। ট্রাইব্যুনালে স্পষ্ট বলছে, “ ১২ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আশা করা উচিত নয়। পুলিশরা মানুষ। তারা জাদুকর নয়। তাদের কাছে আলাদিনের জাদুপ্রদীপ নেই যে, যা চাইবে তাই পাওয়া যাবে।” পদপিষ্টের ঘটনার পর কর্তব্যে গাফিলতির জন্য কয়েক জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাইবুনালে আবেদন করেছিলেন এক পুলিশকর্মী। তাঁরই আবেদনের শুনানিতে বিরাট কোহলিদের আরসিবি-কেই দায়ী করল ট্রাইবুনাল।