আমুদরিয়া নিউজ: পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার সোদপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। এসআইআর আবহে জোড়া মিছিল করতে চেয়ে আবেদন জানান শুভেন্দু। তবে পুলিস সেই অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। গতকালই শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দেয় হাইকোর্ট। এ বার তার বিরোধিতা করে উচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্য। মঙ্গলবারই এসআইআর-এর প্রতিবাদ করে রাস্তায় নামছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।